গাজীপুর ১৫০১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি কে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ল বাথান এলাকায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান চালিয়ে সেলিম ও কাওসার মিয়া নামে ২ মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান,এ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় অভিযান চালিয়ে বিন্নাগারী লালমনিরহাট এলাকার মোঃ হোসেন আলীর ছেলে সেলিম ও নরসিংদীর জেলার চরসিন্দুর এলাকার মৃত ছাত্তার মিয়ার ছেলে মোঃ কাওসার মিয়াকে আটক করা হয়।
এসময় তাদের নিকট হইতে একটি কাভাড ভ্যানে ভর্তি ১৫০১ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।