১২ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ।এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। বৃহস্পতিবার রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার জানায়, সাভারের আশুলিয়ার হুরে জান্নাত মহিলা মাদ্রাসা ও নুরে মদিনা মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন ভুক্তভোগী। কয়েকদিন আগে চা বানানোর কথা বলে নীচতলায় বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে মাদ্রাসার অধ্যক্ষ।পরে বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ভয় ভীতি দেখায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার এক সহপাঠীর মাধ্যমে চিরকুট লিখে পরিবারের কাছে পাঠালে বিষয়টি ফাঁস হলে অভিযুক্ত অধ্যক্ষ মিরপুরে আত্নগোপন করে।