কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মণিরামপুরে টিফিনের টাকায় পরিচালিত বে-সরকারী সেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার রোহিতা-জামতলা কফি হাউজে আড়ম্বরপূর্ণ পরিবেশে সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সংগঠনটির মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় সহসভাপতি রনি রহমান। উপজেলা সদস্য মাহফুজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা সদস্য সচীব সজীব হোসেন, সদস্য সাগর, এনামুল, জিহাদসহ প্রমুখ।আলোচনা সভা শেষে সংগঠনটির সকল পর্যায়ের সদস্যরা সার্বক্ষনিক দেশ ও মানবতার সেবা করার দৃঢ় অঙ্গিকার করে শপথ গ্রহন করেন।