দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের বোলিং তোপের মুখে ১৪৮ রানেই গুটিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।সকালে ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন মোহাম্মদ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও তার আস্থার প্রতিদান দিতে পারেন নি কেউই।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি রান করেন রোভমান পাওয়েল ৪১(৬৬)। এছাড়া কে. অটলি ২৪(৪৪) রান করেন ও বোনার ২০(২৫) রান করেন।
এদিকে বাংলাদেশের পক্ষে ২৫ রানে ৪ উইকেট ও সাকিব ৩০ রানে ২টি উইকেট নেন।জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৯ রান।