এখনই দেশের প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের পরিকল্পনা নেই। পাশাপাশি নবম ও দশম শ্রেণিতে কারিগরী শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে রোববার (২৪ জানুয়ারি) বিকেলে ব্যানবেইস আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠান খুলতে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি বিবেচনায় নিয়েই ৪ ফেব্রুয়ারির পর স্কুল-কলেজ খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এসময় কোভিড পরিস্থিতি বিবেচনার পাশাপাশি দেশে যুগপোযোগী শিক্ষা প্রণয়নে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে, প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এখন থেকেই দুই শিফটে ক্লাস শুরু এবং আগামি মে মাসের শেষে এসএসসি ও জুনের শেষে এইচএসসি পরীক্ষা নেয়ার পরামর্শ তাদের।