তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে জেসন মোহাম্মদের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে ক্যারিবীয়রা।
এদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টাইগাররা। হাসান মাহমুদের জায়গা দলে ঢুকেছেন তাসকিন আহমেদ। রুবেল হোসেনে জায়গায় খেলছেন সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল তামিমবাহিনী।