দিনাজপুরের হিলিতে পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরের দিকে হিলির নওনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ মুর্শিদপুর-বানুয়াপাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৫)। সাখাওয়াত হোসেন বদরগঞ্জ কলেজের স্নাতক শেষবর্ষের ছাত্র ছিলেন।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে নজরুল ও সাখাওয়াত হিলি থেকে মোটরসাইকেলে বদরগঞ্জে ফিরছিলেন। এ সময় তাঁরা হিলির নওনাপাড়া এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ওই দুজন পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।