December 24, 2024, 2:23 am

চান্দিনায় আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় রাজস্ব বাড়ানোর আহ্বান

আলিফ মাহমুদ কায়সার -কুমিল্লা প্রতিনিধি ঃ
  • Update Time : Friday, January 29, 2021,
  • 76 Time View

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতায় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি বলেন- ’সরকারের রাজস্ব আয় বাড়াতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেই সাথে মাদক নিয়ন্ত্রনে সর্বদা তৎপর থাকার আহবান জানান।

নিয়মানুযায়ী ট্রেড লাইসেন্স, ভূমি উন্নয়ন করসহ সকল প্রকার রাজস্ব এবং ব্যক্তি, প্রাতিষ্ঠানিক ও কোম্পানী শ্রেণির আয়কর প্রদানে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এসময় তিনি জনগণকে মাস্ক ব্যবহারের বিষয়ে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে  চান্দিনা  উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে ওই মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন-

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌরসভার মেয়র মফিজুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)  নাঈমা ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান  সাফিয়া আক্তার,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিঅাইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.তানভীর হাসানসহ উপজেলার  বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71