দিনাজপুর শহরের কলেজ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোটর পরিবহনের শ্রমিক সুজন রায়ের (২৭) মৃত্যু হয়েছে। সুজন রায় সদর উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকার দেবী চরন রায়ের ছেলে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে শহরের সরকারি কলেজ মোড় নামকস্থানে দিনাজপুর বাস টার্মিনাল থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস আহনাফ এন্টারপ্রাইজ রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা মোটর পরিবহন শ্রমিক সুজন রায়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন রায়ের মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।