December 26, 2024, 7:35 am

সকালেই শেরপুরে ট্রাক চাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Sunday, January 31, 2021,
  • 93 Time View

শেরপুরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে মির্জাপুর এলাকায় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী একটি সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71