ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস দিয়ে রবিন (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরচারতলা ইউনিয়নের উত্তর চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিন আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের উত্তর চরচারতলা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিন সৌদি আরবের ভিসার জন্য রাব্বানী নামের একজন আদম ব্যাপারীকে ২ লাখ ৭০ হাজার টাকা দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়। রোববার ভিসা বাবদ ওই আদম ব্যাপারীকে ১ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও টাকা সংগ্রহ করতে না পেরে অবশেষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে রবিন।
নিহতের ভাই সেলিম জানান, করোনার আগে থেকে রবিন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিল। কয়েকদিন যাবত সৌদি আরব যাবে বলে দৌড়ঝাঁপ করছিল সে। আজকে একজন আদম ব্যাপারীকে কিছু টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় হয়নি রবিনের। এ কারণে রবিন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, হাসপাতাল সূত্রে জানতে পারি যে, রবিন নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘর থেকে গলায় রশি লাগানো অবস্থায় রবিনকে উদ্ধার করে। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।