মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের অসূস্থ রওশন আলীর পাশে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসূস্থ থাকা প্রবীণ আওয়ামীলীগনেতা রওশন আলীর বাড়ী যান এবং তার শাররীক অবস্থার সার্বিক খোজখবর নেন।
নেতৃবৃন্দের আগমণে বর্ষিয়ান এ আওয়ামীলীগ নেতা আবেগে আপ্লুত হয়ে নেতৃবৃন্দের বুকে জড়িয়ে ধরেন। তিনি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থাসহ মণিরামপুরের সার্বিক খোজখবর নেন। এ সময়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগনেতা অজিত ঘোষ, ইঞ্জি: আলমগীর হোসেনসহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।