December 24, 2024, 2:29 am

৬ মাসেই সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Wednesday, February 3, 2021,
  • 88 Time View

২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসেই সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম হয়েছে। নভেম্বর মাসে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল। তবে ডিসেম্বর মাসে এই বিক্রির পরিমাণ নভেম্বরের তুলনায় কমেছে।

জাতীয় সঞ্চয় অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই মধ্যে ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থ্যাৎ অর্থবছরের ছয় মাসের মধ্যে ২০ হাজার ৪৮৭ কোটি ১২ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪৫ কোটি ৪৮ লাখ টাকা।

ডিসেম্বর মাসে ১ হাজার ৪৪২ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। তবে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে ১ হাজার ৯৬০ কোটি ৩৭ লাখ টাকার বিক্রি কমেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি ২০২০-২১ অর্থবছরে সরকারের সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪০ হাজার কোটি টাকায় অতিক্রম করতে পারে।

সঞ্চয় অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের শেষে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ৩৯০ কোটি ২৫ লাখ টাকা বেড়ে ৩ হাজার ২১১ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়াতে পারে।

চলতি বছরের ১ এপ্রিল থেকে ঋণের সুদ ৯ শতাংশ বাস্তবায়ন করার পরে অধিকাংশ ব্যাংক আমানতের সুদ ৬ শতাংশের নিচে নেমে এসেছে। অপরদিকে কিছু কিছু ব্যাংকের আমানতের সুদ ২ শতাংশ পর্যন্ত নেমেছে।

এখনো সঞ্চয়পত্রের সুদ ১২ শতাংশ হওয়ায় ১০ শতাংশ ট্যাক্স দেয়ার পরও মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকেছে।

২০১৯-২০ অর্থবছরে ১৪ হাজার ৪২৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছিল ৪৯ হাজার ৯৩৯ কোটি টাকা। তবে ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরের শুরুতেই সঞ্চয়পত্র বিক্রি অস্বাভাবিক পরিমাণে বেড়েছে।

উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। আর ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। ঘাটতির অর্থায়নে সরকার সঞ্চয়পত্র বিক্রিসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71