বলিউড স্টার সঞ্জয় দত্ত ও স্ত্রী মান্যতা দত্তের মধ্যে যে কত ভাল সম্পর্ক এটিই হয়তোবা তার বড় উদাহরণ। সম্প্রতি সঞ্জয় স্ত্রী মান্যতাকে মুম্বাইয়ের অভিজাত এলাকায় ১০০ কোটি রুপি মূল্যের চারটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছিলেন। কিন্তু সঞ্জয়ের দেয়া ওই উপহার নেননি মান্যতা।
উপহার দেয়ার এক সপ্তাহের মধ্যে ওই চারটি অ্যাপার্টমেন্ট স্বামীকে ফিরিয়ে দিয়েছেন মান্যতা। মানি কন্ট্রোলের বরাতে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী মান্যতা দত্তকে যে চারটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছিলেন সঞ্জয়, সেগুলো মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলের ইম্পেরিয়াল হাহটস ভবনের, যেখানে বেশ কয়েক জন ধনী তারকা থাকেন। চারটির মধ্যে দুটি ফ্ল্যাট তৃতীয় ও চতুর্থ তলায় এবং বাকি দুটি ১১ ও ১২ তলায়।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারি হিসাবে ওই সম্পত্তির মোট মূল্য ১০০ কোটি রুপির বেশি।
২০২০ সালের ২৩ ডিসেম্বর সঞ্জয় দত্ত ওই উপহার চুক্তি সারেন এবং মান্যতা দত্ত তা ফিরিয়ে দেন ২৯ ডিসেম্বর। পরিবারের সদস্যকে সম্পত্তি উপহার দেওয়া একটি স্বাভাবিক ঘটনা।