December 23, 2024, 10:59 am

বিদ্রোহীদের মদদ: শাস্তির আওতায় আসছে এমপি-মন্ত্রীরাও, কঠিন সিদ্ধান্ত আওয়ামী লীগের

Reporter Name
  • Update Time : Friday, February 5, 2021,
  • 394 Time View

তিন ধাপের পৌরসভা ভোটে নৌকার বিরুদ্ধে ভূমিকা রাখা নেতাদের তালিকা করছে আওযামী লীগ।

দলের প্রভাবশালী নেতা ছাড়াও এমপি প্রতিমন্ত্রীর নাম আসছে এ তালিকায়। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া এসব এমপি মন্ত্রীদের বিষয় তোলা কাযনির্বাহী কমিটির সভায়। কেন্দ্রীয় নেতারা বলছেন, তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা।

গেল তিন ধাপের পৌরসভা নির্বাচনে ২২টি পৌরসভায় মেয়র পদে জয় পান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অনেকগুলোয় নৌকার হারের কারণও দলের বিদ্রোহীরা। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও ১২ বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর মধ্যে জয় পান চার কাউন্সিলর প্রার্থী।

তিন ধাপে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজের অভিযোগ উঠেছে দলের এমপি প্রতিমন্ত্রীসহ জেলা শীর্ষ নেতাদের বিরুদ্ধে। আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নৌকা প্রতীক না দেয়ার কথা বলছেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, দায়িত্বশীল পদে থেকে যারা বিদ্রোহীদের মদদ দিচ্ছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নৌকা বিরুদ্ধে যারাই অবস্থান নেবেন তাদের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এবং নেত্রী নিজে জানিয়েছেন বিদ্রোহীরা পরবর্তীতে নৌকা প্রতিক পাবেন না।

মদদদাতাদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে দলের পদপদবিও হারানোর শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নেতারা। এই শীর্ষ দুই নেতা আরও বলছেন, দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নয়। সে যেই হোক দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ করতে এরই মধ্যে কঠোর মনোভাবের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71