মদীনা থেকে প্রায় ২৫ কি.মি. দূরে একটি সোফা কারখানায় অগ্নিকান্ডে মোট ৭ জন প্রবাসী মৃত্যুবরণ করেন। গত ১০ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় শ্রম কল্যাণ উইং।
মদীনার উয়ুন থানা জানিয়েছে, নিহত ৭ জনের মধ্যে ৬ জনই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে ৫ জনের পরিচয় জানিয়েছে তারা।
নিহতরা হলেন-
১. জনাব মিজানুর রহমান, পিতা- সুলতান আহমেদ, লোহাগড়া, চট্টগ্রাম
২. জনাব আরাফাত হোসেন মানিক, পিতা- সুলতান আহমেদ, লোহাগড়া, চট্টগ্রাম
৩. জনাব ইসহাক মিয়া, পিতা- জালাল আহমেদ, মহেশখালী, কক্সবাজার
৪. জনাব আব্দুল আযিয, পিতা- কবির আহমেদ।, মহেশখালী, কক্সবাজার
৫. জনাব মোঃ রফিক উদ্দিন, পিতা- আবু গফুর, মহেশখালী, কক্সবাজার
এছাড়া অপর একজন বাংলাদেশির পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে। মদীনায় অবস্থিত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা কোন ক্ষতিপূরণ পাবেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।