বর্তমান সরকারকে মাফিয়া আখ্যা দিয়ে বিএনপি নেতারা বলেছেন, মাফিয়া সরকার জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে খুনিদের সেই খেতাব দেয়ার ষড়যন্ত্র করছে।
তাদের মন্তব্য, এই সরকার এখন আল-জাজিরার ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তারা কোনোভাবেই জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব কেড়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেন নেতারা। এ নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে তারা কর্মিদের প্রতি আহবান জানান।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব অভিযোগ ও মন্তব্য করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের মত যুদ্ধ করতে হবে, আর সে জন্য ১লা মার্চ থেকেই আন্দোলনে যোগ দিতে হবে।
তাদের মন্তব্য, জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে সেদিনই বর্তমান সরকারের ক্ষমতাও কেড়ে নেয়ার আন্দোলন শুরু হবে।