বিখ্যাত ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের সর্বশেষ প্রচ্ছদে স্থান পেয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তবে কিছুটা দৃষ্টিকটুভাবে। সোমবার প্রকাশিত এই প্রচ্ছদে মেসির পরনে যে পিএসজির জার্সি।
এখানেই শেষ না। প্রচ্ছদ প্রবন্ধে ফ্রান্স ফুটবল দাবি করেছে, বন্ধু নেইমারের ইন্ধনে মৌসুম শেষে পিএসজিতে যোগ দিবেন মেসি।
সামনের সপ্তাহেই পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হবে বার্সা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এরকম ঢালাও গুঞ্জনে বেশ চটেছে বার্সেলোনা শিবির। তাদের দাবি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিকে প্রভাবিত করতেই এই ‘অপপ্রচার’ চালাচ্ছে পিএসজি।
এ ব্যাপারে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোম্যান, বিরক্তি প্রকাশ করেছেন মেসি নিজেও। তবে পিএসজির পক্ষ থেকে দায় অস্বীকার করেছেন ম্যানেজার মউরিসিও পচেত্তিনো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পচেত্তিনো দাবি করেছেন, ফ্রান্স ফুটবলের প্রচ্ছদে পিএসজির কোনো হাত নেই।