ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৪তম আসরের নিলাম। তার আগেই আগের আসরের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার কাজ সেরেছে ফ্রাঞ্চাইজিগুলো। গত ৬ ফেব্রুয়ারি প্লেয়ার ড্রাফটের তালিকাও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
যেখানে ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে সময় জানা গিয়েছিল সাকিব ছাড়াও প্লেয়ার ড্রাফটে নাম উঠেছিল দেশের আরও ৪ ক্রিকেটারের। তারা হলেন – মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জানা গেছে, এই চার জনের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে রিয়াদ, মোস্তাফিজ ও সাইফউদ্দিনে আগ্রহ দেখাচ্ছে আইপিএলের দলগুলো।
চূড়ান্ত তালিকায় থাকা মানেই অবশ্য নিলামে নাম ওঠার নিশ্চয়তা নয়। জানা গেছে, বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই দল পাবেন না।
সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস নিতে পারবে কেবল ১ জন করে বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ৫ জন নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব, ৪ জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানস।
ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন। সর্বোচ্চ ১৩ জন নিতে পারবে বেঙ্গালুরু, সর্বনিম্ন ৩ জন হায়দরাবাদ।