শীতের শেষে বাজারে সবজির যথেষ্ট যোগান থাকায় ক্রেতাদের নাগালে রয়েছে সবজির দাম। তবে, ব্যাগভর্তি সবজি কিনলেও, সয়াবিন তেল ও চালের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। এক মাসের ব্যবধানে ৫ লিটারের বোতলবদ্ধ সয়াবিন তেলের দাম বেড়েছে একশ টাকার বেশি। এই অতিরিক্ত দামবৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার ছুটির দিন, তাই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবজির দাম কম থাকায় অনেকেই প্রয়োজনীয় সবজি কিনে রাখছেন।
করোনা পরবর্তী কয়েক মাসে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের দাম ওঠানামা করেছে। সম্প্রতি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে ভোজ্যতেল ও চালের। এনিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মাঝে।
সয়াবিন তেলের বাজার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। তাই দেশের বাজারে এমন অবস্থা, বলছেন সংশ্লিষ্টরা।
কয়েক সপ্তাহ স্থিতিশীল আছে মাছ ও মাংসের বাজার। গরুর মাংস ৫৮০ টাকা এবং খাসীর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজিতে।
এ দিকে গরীবের খাদ্য মোটাচালসহ প্রায় সকল প্রকার চালের দামই বেড়েছে। এক সপ্তাহে পুরনো স্বর্ণা, পাইজাম ও বিআর-আটাশ চালের দাম কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়ে গেছে।