December 27, 2024, 7:46 pm

আবারও নানা হলেন অভিনেতা ডিপজল

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, February 17, 2021,
  • 293 Time View

আবারও নানা হলেন ঢালিউড অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার একমাত্র মেয়ে অলিজা মনোয়ার কন্যা সন্তানের জন্ম দেন। এর আগে ২০১৯ সালে পুত্র সন্তানের মা হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অলিজা নিজেই কন্যা সন্তান জন্মের সুসংবাদটি জানিয়েছেন। মেয়ের নাম রেখেছেন ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

ফেসবুকে কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে অলিজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমাদের কন্যা সন্তান হয়েছে। দেখুন–ওরাহ রহমান ওযজি’কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।’

২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অলিজা ও অর্পণ রহমান। লিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন অলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। তাদের প্রথম পুত্র সন্তান ওলসায় রহমান ২০১৯ সালে ৯ নভেম্বর জন গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71