ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় রেডেক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামে। পিতার নাম মন্টু বিশ্বাস। আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটর সাইকেল যোগে হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিল রেডেক্স কুরিয়ার সার্ভিসের কর্মী রাহুল হোসেন রাতুল ও তার প্রতিবেশী প্রান্ত। পথে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হয়।
সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষনা করে। আহত প্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
হরিনাকুন্ডু থানার আব্দুর রহিম মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।