১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীর ১২টি নাটক প্রচার হয়। এদিকে স্বল্প সময়ে কোটিবার দেখা হয়েছে তার অভিনীত শিল্পী নাটকটি। দর্শকরাও ইউটিউবে দেখছে তার নাটক।
জনপ্রিয় এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন ছবি পোস্ট করে দর্শকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। কিন্তু মাঝে মধ্য তাকেও এই মাধ্যমে ট্রলের স্বীকার হতে হয়। ব্যক্তিগত জীবন প্রেম বিয়ে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকেও শুনতে হয় কুরুচিপুর্ণ মন্তব্য। এবার এসব নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন মেহ্জাবীন ।
বিয়ে নিয়ে মেহজাবিন জানিয়েছেন, আমি বিয়েও করিনি, গোপনও রাখিনি। আর আমাদের মিডিয়াতে অন্য অভিনেত্রীর বিয়ে প্রেম বা ব্যক্তিগত ব্যাপারে আমি কোনও উওর দিতে পারব না। এমনকি এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলে জানান এই অভিনেত্রী।
ভালোবাসা দিবসে ১২টি নাটক প্রসঙ্গে তিনি বলেন, এক দিনে সব নাটক সব দর্শকের দেখার সুযোগ নেই। এখন নাটকগুলো টেলিভিশনে প্রচারের পরই ইউটিউবে আপ হয়ে যায়। যে দর্শকেরা টেলিভিশনে সেসব দেখার সুযোগ পাননি, তারা সময় করে নাটকগুলো ইউটিউবে দেখে নিতে পারবেন। আমার ১২টি নাটকের মধ্যে চারটি রোমান্টিক, চারটি কমেডি ও চারটি সিরিয়াস ধরনের। তারপরও বিরক্ত হওয়ার ব্যাপারটি একদমই দর্শকের ওপর নির্ভর করে। কারণ, তাদের মনোভাব তো আমার জানা নেই।