December 23, 2024, 7:49 pm

দখল ও দূষণে বিপর্যস্ত এককালের স্রোতস্বিনী তুরাগ

অনলাইন ডেস্ক
  • Update Time : Saturday, February 20, 2021,
  • 105 Time View

যতদূর চোখ যায় কেবলই দখল ও দূষণে বিপর্যস্ত এক নদীর চেহারা। এককালের স্রোতস্বিনী তুরাগ নদীর দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। যে যেভাবে পেরেছে দখল করেছে নদীকে। আবার উচ্ছেদ করা স্থানেই আবারো নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। সীমানা পিলার ধরে অগ্রসর হলে অনেক স্থানেই প্রমাণ মিলবে দখলের।

২০১৯ সালে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে পূর্নাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। তাতে বলা হয় দেশের সব নদীকে রক্ষা না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

আশার কথা, আদালতের নির্দেশের পরে নদীকে রক্ষায় দ্রুতই কার্যকর পদক্ষেপ নিতে শুরু করে প্রশাসন। দখলদারদের বিরুদ্ধে প্রতিনিয়ত চলা উচ্ছেদ অভিযানের ফলাফল এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

এ পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বুড়িগঙ্গা ও তুরাগকে ঘিরে। সরকারদলীয় দুইজন সাংসদের দখলে থাকা জমিও উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। চেয়ারম্যান বলছেন, দখলমুক্ত নদীর জমির পূর্নদখল ঠেকাতে কাজ চলমান রয়েছে।

রাজধানী ঘিরে থাকা নদীগুলো দ্রুতই দখল ও দূষণের কবল থেকে মুক্তি পাবে এমন প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71