পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনের রাস্তা পার হতে গিয়ে বেপারোয়া ট্রলির চাপায় মারাত্মক আহত হয়ে দশমিনা হাসপাতালে কাতরাচ্ছেন আদমপুর গ্রামের বিধবা হত দরিদ্র রাজিয়া বেগম।
ভুক্তভোগী ও অন্যান্য সুত্রে জানা যায়, দক্ষিন আদমপুর গ্রামের মৃত সেলিম মৃধার স্ত্রী রাজিয়া বেগম শনিবার দশমিনা উপজেলা পরিষদের সামনে রাস্তা পারহতে গিয়ে ট্রলিতে চাপা পরে পায়ে মারাত্মক আহত হয়।
আহত রাজিয়া জানান, মেয়ের বিয়ে সাহায্যের জন্য উপজেলা পরিষদে আসার পথে রাস্তা পার হতে গিয়ে ট্রলিতে তার দুই পায়ে মারাত্মক আঘাত করে। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ পর্যন্ত ট্রলির মালিক অসহায় দরিদ্র রাজিয়াকে কোন সহয়তা করেনি।
রাজিয়ার বৃদ্ধা মা চলাফেরা করতে না পারায় তার সেবা করতে হয় তাকে। এখন তার মায়ের কি আবস্থা তা জানেনা রাজিয়া।
রাজিয়া কেদে কেদে বলেন আমি গরিব মানুষ আমাকে আঘাত করে আমার দুই পায়ে মারাত্মক আঘাত করেছে, আমি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা , আমাকে এই ভাবে বিপদে ফেলার জন্য আমি ট্রলির চালকের বিচার চাই।