বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ যেসব মহীয়সী নারীরা আনেন তাদের জন্য আমার দুইটা প্রশ্ন। আপনার মত ম্যাচিউর মানুষকে কেউ প্রলোভিত করে কিভাবে? আপনার বোধবুদ্ধি নাই ..?
বরং কেউ কোন প্রলোভন দেখালেই যদি আপনি তার সাথে শুয়ে পড়ে থাকেন তাহলে আপনি লোভী এবং আপনার সেলফ কন্ট্রোল, সেলফ রেস্পেক্ট বলে কোন কিছু নাই।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে শারীরিক সম্পর্ক স্থাপন হল এতে কি শুধু সেই ভাই সাহেবই আনন্দ পেয়েছেন, আপনি মজা পান নাই…?
Consensual sexual relationship হল, দুইজনেই এঞ্জয় করলেন। পরে সম্পর্কে ঝামেলা তৈরি হলে, আপনি অবলা নারী আর ভাই এর টা রেইপ
ভেরি আনফেয়ার আপ্পি ,,,,