গত ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা সুলতানাকে বিয়ে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। এরপর থেকেই শুরু হয় নানা বিতর্ক।
অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। তার ঘরে ৮ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। নাসিরের স্ত্রীর সেই স্বামীর নাম রাকিব হাসান। স্ত্রী চলে যাওয়ার ঘটনায় এরই মধ্যে রাজধানীর উত্তরা (পশ্চিম) থানায় একটি জিডি করেছেন তিনি। তার পরপরই রাকিবকে ফোন দেন নাসির। তাদের মধ্যে ৪ মিনিট ২২ সেকেন্ড কথা হয়।
পাঠকদের জন্য কথপোকথনটি হুবহু তুলে ধরা হলো। নাসির: হ্যালো আসসালামু আলাইকুম। ভাইয়া আমি নাসির হোসেন বলতেছিলাম।
রাকিব: কোথা থেকে? নাসির: ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। রাকিব: হ্যাঁ কাকে চান। নাসির: এটা রাকিবের নম্বর না? আপনি সেই রাকিব? রাকিব: সেই রাকিব মানে?
নাসির: আমি আপনাকেই চাচ্ছিলাম। ভালো আছেন আপনি? রাকিব: জি আলহামদুলিল্লাহ নাসির: আপনাকে কিছু কথা বলার জন্য ফোন দিছি। আপনি যা করলেন….. রাকিব: কি করলাম? নাসির: আপনি নাকি জিডি করছেন? এগুলো করে কি পাইতেছেন আপনি। আমারে আজকে বলবেন?
রাকিব: কিছু পাইতেছি না। আপনি তামিমার সম্পর্কে কিছু জানেন? নাসির: সব কিছু জানি। রাকিব: কি কি জানেন? নাসির: সবকিছু। ওর বাচ্চা আছে বিয়ে হইছিলো বয়ফ্রেন্ড ছিলো। জেনে শুনেই বিয়ে করছি। আপনি চান না তামিমা হ্যাপি থাক। রাকিব: আমি? তামিমা তো হ্যাপিই আছে। আমি তো আর কোন ডিস্টার্ব করতেছিনা। নাসির: আপনি জিডি করছেন।
রাকিব: জিডি করবো না? তামিমা তো আামকে ক্লিয়ার পেপার দেয়নি। বুঝতে পারছেন না। তামিমার সাথে আপনার যখন কথা হয়, তখন তামিমাকে বললাম নাসির কে? সে বললো আমার ফ্রেন্ড। আমার বাসায় আসছিলো বার্থডেতে। বাসায় আসে যায় এজলাইক ফ্রেন্ড। আপনি কথা শুনেন। আপনি জানেন। আপনি যেনে শুনে আরেক জনের বউকে বিয়ে কইরা ফালাইছেন। তামিমা তো আমার সাথে বসবে। বলতে পারতো..রাকিব তোমাকে ভালো লাগে না চলে যাবো… সমস্যা নাই। তুমি বসো সব পেপার ক্লিয়ার করো। কাটছিট করো সমস্যা নাই। আমারো একটা পেপার দরকার আছেনা? ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো তাই না? সেগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো?
নাসির: আপনি মনে কইরেন না সেই লেটার না দেখে বিয়ে করছি।
রাকিব: আপনি কি দেখছেন জানি না। আমি ২০১১ তে বিয়ে করছি। আমার মেয়ের বয়স ৮ বছর। তামিমার জন্য কি করছি। কোন হিস্ট্রি আপনি জানেন না। এখন আপনি যদি বলেন আমি চাই না তামিমা সুখি হোক। আপনি চান নাই আমি আর তামিমা সুখি থাকি? জানেন একজনের মেয়ে আছে সংসার আছে তো আপনি সেটা কি ভাবে করলেন?
নাসির: আপনার সাথে তো সংসার নাই..বুঝতে পারছেন না? ভাই আমি এতো ঘুরাইপ্যাচাই কথা বলতে পারি না। শুধু এতোটুকু জানতে চাই…আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে আর কোন কিছুই কইরেন না।
রাকিব: তামিমা হ্যাপি থাকবে কিভাবে?
নাসির: যদি তামিমা হ্যাপি থাকতো তাহলে সে আপনার সাথেই থাকতো।
রাকিব: আর আপনি আমাকে ফোন দিছেন কেন? আমি তো আপনাকে চিনি না। ফোন দিবে তামিমা আমাকে..
নাসির: তামিমা ফোন দিবে কেন?
রাকিব: অবশ্যই তামিমা ফোন দিবে। সমস্যা তো তামিমারই। নাকি আপনার এখন? আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসার ফার্নিচারগুলোও আমার।
নাসির: তাই? আমি জানি সবকিছুই জানি।
রাকিব: সে যখন করোনায় আগেও আমার কাছ থেকে গেছে তখনও সে আমার সাথে…… গেছে।
নাসির: আচ্ছা আচ্ছা ভাই আমার কথাগুলো শুনেন।
রাকিব: তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হলো? ভাই আমি এখন নামাজে যাবো। আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি।
https://www.youtube.com/watch?v=-lnAPXouE8g