নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পরকোট গ্রামে পুকুরের পানিতে ডুবে সাজেদা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার পরকোট গ্রামের মাইজের বাড়িতে এই ঘটনা ঘটে। সাজেদা একই বাড়ির ফজলে এলাহীর মেয়ে।
নিহতের পরিবার বলছে, শিশু কন্যা সাজেদা দুপর ১২ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানি না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।