উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের আখের জমিতে আগুন। এতে আড়াই একর জমির ৪০ থেকে ৫০ মেঃ টনঃ আখ পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাত ৯ টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এর নরেন্দ্রপুর খামারের আওতাধীন আখের জমিতে এই ঘটনা ঘটে। এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন উপজেলা ফায়ার সাভির্স এর একটি দল।
নর্থ বেঙ্গল সুগার মিল লি. এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।
মিলের জি.এম (খামার) অনিসুজ্জামান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পুড়ে যাওয়া আখ মাড়াই করতে পারলে তেমন কোনো ক্ষতি হবে না । তবে ১০ থেকে ১৫ হাজার টাকার শুকনো পাতা পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে এ বিষয়ে মিল কতৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে লালপুর থানায় একটি জিডি করা হয়েছে।
লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমিন বলেন, একজন মহিলা পাবলিকের মোবাইল ফোন থেকে রাত ৭ টা ৫০ মিনিটের দিকে আমাদের খবর দেয়। পরে ৮ টার সময় আমরা ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ৯ টা ২৫ মিনিটের দিকে আগুন নেভায়।