দ্বিতীয় ছেলে সন্তানের মা বাবা হলেন কারিনা কাপুর। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি নার্সিংহোমে জন্ম দেন অভিনেত্রী।
গতকাল হাসপাতালে ভর্তি হন সাইফ পত্নি। তাঁকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা। এরপর থেকে শুরু হয় কাউন্টডাউন।
রোববার সুখবর আসতে সকালেই বাবা রণধীর কপুর জানিয়েছেন, মা ও সন্তান দু-জনেই এখন সুস্থ রয়েছেন। ভাইকে পেয়ে খুশিতে আত্মহারা বড় দাদা তৈমুর আলি খান।
৪ বছর আগে তৈমুরের জন্মের সময় ছেলের এই নামকরণের সময় ট্রোলড হতে হয়েছিল সাইফিনাকে।
৪ বছর আগে বড় ছেলের নাম রাখা নিয়ে বিপাকে পরে সাইফ আলী খান।
তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি তাঁর বড় ছেলের নাম প্রথমে তৈমুর রাখতে চাননি। হাসপাতালে তাঁর স্ত্রী ভর্তি হাওয়ার আগেই তিনি একটি অন্য নাম বলেছিল। ইচ্ছে ছিল ছেলের নাম কাব্যিক। বিখ্যাত পাক কবি ফায়জ আহমদ এর নামে এই নামকরণ করতে চেয়েছিলেন ফায়াজ আলি খান।
কিন্তু করিনার নিজের ছেলের নাম তৈমুর রাখতেই চেয়েছিলেন। তাঁর দাবি ছিল, ‘তৈমুর’ শব্দের অর্থ লোহা আর তিনি নিজের ছেলেকে লৌহমানবের মতো দৃঢ় এক ব্যক্তি হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু সাইফের যুক্তি ছিল, অনেকেই এই নাম নিয়ে কু মন্তব্য করতে পারেন। সেই সময় কারিনা নিজের স্বামীকে অন্যদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখার আশ্বাস করেছিলেন। দ্বিতীয় বার যেহেতু ছেলে হয়েছে তাই কি এই বার সইফ আলি খান এই কাব্যিক নাম রাখবেন? এই নিয়ে জল্পনা তুঙ্গে। নির্দিষ্ট সময়ে ছেলের নাম জানা যাবে।