পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দম্পতি চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে যুবান। জুবান কে নিয়ে আলোচনার যেন শেষ নেই। হলুদ রঙের পাঞ্জাবি পরে দাদুর কোলে বসে প্রথমবার ভাত খেল রাজশ্রীর ছেলের। টলিউডের তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা খুশি হয়ে যান এই দৃশ্য দেখে।
আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান পেজে সেই ভিডিও শেয়ার করা হয়। যেখানে দাদুর কোলে চুপ করে বসে ভাত খেতে দেখা যায় যুবানকে। ওই ভিডিও প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
রাজ, শুভশ্রীর ছেলের অন্নপ্রাশনের ভিডিও দেখে, টলিউডের তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
জন্মের পরপরই কার্যত তারকা হয়ে যায় রাজ, শুভশ্রীর ছোট্ট ছেলে যুবান চক্রবর্তী। সেই কারণে জন্মের পরই যুবানের নামে খুলে যায় বেশ কয়েকটি ফ্যান পেজ। ওইসব ফ্যান পেজের তরফে যুবানের একের পর এক ছবি এবং ভিডিও শেয়ার করা হয়। আর এতে নিজেদের মনের কথা জানান তাদের ভক্তরা।