December 27, 2024, 2:34 am

সাত কলেজের নতুন রুটিন, দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Wednesday, February 24, 2021,
  • 341 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিত এ রুটিন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

অপরদিকে, স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে।

নতুন যে রুটিনটি দেওয়া হয়েছে তাতে দুটি পরীক্ষার তারিখে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষার্থী। তিনি বলেন, আজকের (বুধবার) এবং আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষার জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। আজ চতুর্থ বর্ষের একটি পরীক্ষা হওয়ার কথা ছিল এবং আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় বর্ষের একটি পরীক্ষার তারিখ ছিল। এ দুটি তারিখ পরিবর্তন করা হয়েছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, আজকে চতুর্থ বর্ষের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল তৃতীয় বর্ষের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, সেটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।

গতকাল মঙ্গলবার ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ফলে চলমান ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এর পরই ওই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে নামে শিক্ষার্থীরা।

সাতটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি-দাওয়ার মুখে আজ বুধবার জরুরি সভা করে শিক্ষা মন্ত্রণালয়। ভার্চুয়াল এ সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল ও সাত কলেজের অধ্যক্ষ।

সভা শেষে জানানো হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। শর্তসমূহ হলো, পরীক্ষা চলাকালে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।’

এরপর শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

এর আগে চলমান পরীক্ষাসমূহ নেওয়ার দাবিতে আজ সকাল থেকে নীলক্ষেত ও নিউমার্কেট সড়কে অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীরা। এতে আজিমপুর, নিউমার্কেট ও নীলক্ষেতসহ আশপাশের এলাকার রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ব্যাপক ভোগান্তিতে পড়ে গন্তব্যমুখী নগরবাসী। এ ছাড়া সদরঘাটে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও কলেজের সামনে অবস্থান নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71