পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করতে এলে পুলিশ সে চেষ্টা ভেস্তে দেয়। একই সাথে ১০ জন শিক্ষার্থীকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান।
শাহবাগে জড়ো হতে না পেরে এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরে গিয়ে বিক্ষোভ মিছিল করেন।
পরে বেলা ২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়েন।
আটকদের বিষয়ে প্রশ্ন করলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তাদেরকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তারা পুলিশ হেফাজতে আছে। তারা আসলেই শিক্ষার্থী কি-না সন্দেহ রয়েছে। যাচাই বাছাই করে কোনো সমস্যা না পেলে আমরা তাদের ছেড়ে দেব।”
আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিকাল পর্যন্ত বিক্ষোভ দেখায়। পরে শিক্ষা মন্ত্রণালয় তাদের পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দেয়।