সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪০) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। আজ দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার নাইমুড়ী বাজারের পরে রুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ গামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাককে ক্রসিংয়ের সময় পেছন দিকে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ৪/৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।