দিয়াশলাইয়ের কাঠি দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে চায়ের দোকানী রাকিব (১৭) নামের এক কিশোর বাম হাতের চারটি আঙ্গুল পুড়ে গেছে। আহত অবস্থায় স্বজনরা রাকিবকে গত শনিবার সন্ধ্যায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলের দিকে গলাচিপার গজালিয়া ইউনিয়নের আদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারের সামানের রাস্তায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি নিছক দুর্ঘটনা বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম। গলাচিপা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আদানী বাজারের রিক্সা চালক সিদ্দিক খা’র ছেলে রাকিব (১৭) চায়ের দোকান দেয়। শনিবার বিকেলের দিকে দোকানে বসে খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠির বারুদের অংশ একটি পরিত্যাক্ত স্পিড (কোমল পানীয়) এর খালি ক্যানে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে।
এতে রাকিবের বাম হাতের অনামিকা, মধ্যমা আঙ্গুলসহ চারটি আঙ্গুল ও হাতের তালু মারাত্মকভাবে পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে বাজারের লোকজন ছুটে আসে। পরে স্বজনরা রাকিবকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার উম্মে জোবায়রিয়া লিনজা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার উম্মে জোবায়রিয়া লিনজা বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে রাকিবকে কয়েকজন লোক স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে নিয়ে আসে। তারা জানায় বিদ্যুতের কাজ করার সময় ইলিক্ট্রিকাল শখ খেয়ে আঙ্গুল পুড়ে যায়। তবে তার শরীরের অন্য কোথায় কোন সমস্যা হয়নি।’ এ ঘটনা সম্পর্কে আহত রাকিবের বাবা সিদ্দিক খা মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাচের কাঠি দিয়া খেলতে যাইয়া হাত পুইড়া যায়। উন্নত চিকিৎসার লইগ্যা ভাইগ্না শামিমের সাথে ঢাকা পাডাইছি। তবে কোন হাসপাতালে আছে জানি না।
একবার ফোন করে জানাইছে দুই একদিনের মধ্যে বাড়ি ফিরবে। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা গলাচিপা থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল আদানী বাজার পরিদর্শন করেছি। কিশোর রাকিব খেলতে গিয়ে দিয়াশলাইর কাঠি দিয়ে স্পিডের ক্যানে ঢুকিয়ে আগুন জ্বালালে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তবে এ ঘটনার সময় অন্য কেউ ছিল না। রাকিব একাই আহত হয়েছে। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘শনিবার বিকেলের দিকে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্তে জানাগেছে খেলার ছলেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।’