আসুন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের সন্তান। পূর্ব গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খবির হোসাইনের দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ।
সে এ সুন্দর পৃথিবীর আলো বাতাসে আরো কিছু দিন বাঁচতে চায়। তার কলিজার টুকরা মাসুম মেয়ে দুটি আপনার আমার সন্তানের ন্যায় বাবার আদর পেতে চায়। পৃথিবীর কোন শক্তিই আমাদের বাঁচাতে পারবে না সত্য কিন্তু আমরা কি তার চিকিৎসার চেষ্টাটুকু করতে পারিনা? খবির হোসাইন তার স্থাবর অস্থাবর সব কিছুই ইতোমধ্যে চিকিৎসার পিছনে ব্যয় করেছেন।
তার ভাই বোনও আর্থিক ভালো অবস্থানে নেই। তাই আজ তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে খবির হোসাইনের কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। হয়তবা আপনার আমার একটু সহয়তায় বেচেঁ যেতে পারে একটি প্রান, একটি পরিবার।
সাহায্যের জন্য তার বিকাশ নম্বর ০১৭৪৪৬৮০৭৪৬ (পার্সোনাল)।