সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শওকত আলী (৪১) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় কাভার্ট ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে। কাভার্ড ভ্যান চালক নোয়াখালীর চাটখিল থানার পূর্ব পরকোট গ্রামের আব্দুল করিমের ছেলে ওহিদুর (৪৫)।
বৃহস্পতিবার (৪মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া সড়কের ধোকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শওকত আলী নওগার সাপাহার থানার তাতইর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ধোকান্দি একালায় ঢাকাগামী কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছিলে রাস্তার পাশে বালির মধ্যে গেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থালেই মারা যায়। লাশ থানা হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যান জব্দ ও চালক আটকে আটক করা হয়েছে।