ফিফা ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মার্চে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান ফুটবল দলের। কিন্তু শেষ পর্যন্ত তারা বাংলাদেশে সফর না করার সিধান্ত নেয়। শনিবার রাতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন লিখিতভাবে ম্যাচ খেলতে না আসার সিদ্ধান্তটি বাফুফেকে জানায়।
এদিকে পরবর্তী পদক্ষেপ নিতে সোমবার জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি। সভার পরই ম্যাচটি নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
সূচি অনুযায়ী আফগানদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ২৫ মার্চ ম্যাচটি আয়োজন করার কথা ছিল। এর আগে বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচটি তাজিকিস্তানে বসেছিল। যেখানে হোম ভেন্যু হিসেবে খেলেছিল আফগানিস্তান। ১-০ হারতে হয় জামাল ভূঁইয়ার দলকে।
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল ফিরতি ম্যাচটি বাংলাদেশে খেলতে আগ্রহী নয় তারা। অবশেষে শনিবার রাতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন লিখিতভাবে ম্যাচ খেলতে না আসার সিদ্ধান্তটি বাফুফেকে জানায়।
এদিকে চলতি মাসের শেষ দিকে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়োজন করবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। এরইমধ্যে বাংলাদেশকে আমন্ত্রণও জানিয়েছে তারা। যেখানে তৃতীয় দেশ হিসেবে থাকার কথা রয়েছে কিরগিজস্তানের। আফগানদের বিপক্ষে ম্যাচ না হওয়ার কারণে এই টুর্নামেন্টে খেলার ইচ্ছা রয়েছে বাংলাদেশের।