ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসঙ্গের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দশমিনা থানা পুলিশের উদ্দ্যোগে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার( ৭ই মার্চ) আনন্দ উদযাপনের অংশ হিসেবে কেককাটা, বঙ্গবন্ধুর ভাষন প্রচার,লাইভ টেলিকাষ্টের মাধ্যমে ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন প্রচার, স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দশমিনা থানার সামনের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান,মহিলা ভাইস চেয়ারম্যান ডা.শামছুর নাহার খান ডলি.আওয়ামীলীগ নেতা এ্যাড. নাঈম মোঃ বশির,বহরমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা,মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন মাতুব্বর, প্রেস ক্লাব সভাপতি রিপন কুমার কর্মকার প্রমূখ।