নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎ স্পৃষ্টে মশিউর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মশিউর রহমান, জলঢাকা উপজেলা উত্তর দেশীবাই গ্রামের ৫নং ওয়ার্ডের ছমে উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মশিউর রহমান ভুট্টা ক্ষেতে পানি দেওয়া শেষে মোটর বন্ধ করতে গিয়ে তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থরেই তার মৃত্যু হয়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।