গায়ক ও অভিনেতা হিসেবে বেশ নাম কুঁড়িয়েছেন তাহসান খান। সাবেক স্ত্রীর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখ্যার্জিকে বিয়ে করা নিয়েও আলোচনা সমালোচনায় পড়তে হয়েছে তাকে।
তাহসান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি হরফে মাত্র ৫ শব্দের একটি স্ট্যাটাস দিয়েছেন। আর তাতেই তোলপাড় ফেসবুক। সবার মনে প্রশ্ন কাকে ঘিরে তাহসানের এমন স্ট্যাটাস।
মঙ্গলবার রাতে এক লাইনের একটি স্ট্যাটাসে তাহসান লেখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’। এরপর থেকে সেই স্ট্যাটাস নিয়ে রীতিমত হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। যা এখনও চলছে। স্ট্যাটাসটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। কমেন্ট করা হয়েছে ১৮ হাজারেরও বেশি। আর শেয়ার হয়েছে ২ হাজার ৯শরও বেশি।
ভক্তদের মনে নানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছে, কার উদ্দেশ্যে তাহসান এ বার্তা দিলেন? এখনও কাকে বিশ্বাস করেন তিনি? যার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিয়েছেন তিনি কী বিশ্বাস ভঙ্গ করেছেন? কে তিনি? কমেন্টে অনেকেই সরাসরি তাহসানের সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলার নাম নিয়েছেন।