বাংলাদেশে কোচ হিসেবে আসতে পারেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু।
বিকেএসপিতে একজন বিদেশি ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ ছিল আগে থেকেই। আলোচনা ফলপ্রসূ হলে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।
খুবই অল্প বয়সেই নিজের ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। টেস্টে তার সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংসটিও বঙ্গবন্ধু স্টেডিয়ামে, বাংলাদেশের বিপক্ষে।