মন্ত্রীর মেয়ে নৃত্যশিল্পী আরুষি নিশাঙ্কের বলিউড যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের মেয়ে আরুষি নিশাঙ্ক কী বলিউডে নাম লেখাচ্ছেন এ নিয়ে জল্পনা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে , ‘তারনিনি’ নামে একটি ছবির মাধ্যমেই বলিউডে এবার পা রাখবেন আরুষি নিশাঙ্ক। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই সুন্দরী।
২০১৫ সালে অভিনব পান্থের সঙ্গে বিয়ের পর থেকে চুটিয়ে সংসার করছেন আরুষি। ঘর সংসার সামলে এবার বলিউডে পা রাখতে চলেছেন উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের মেয়ে।
এখন হিমালয়ান আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের সভাপতি পদে নিযুক্ত রয়েছেন আরুষি নিশাঙ্ক। এর বাইরে একজন পরিবেশবিদ হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন আরুষি। তিনি নৃত্যগুরু বিরজু মহারাজের শিষ্য।