অনেক খারাপ খবরের মাঝে এবার জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন পেলেন ভাল একটি খবর। কিছু দিন ধরেই বিতর্ক যে পিছু ছাড়ছে না নাসিরের। যদিও এই বিতর্ক তার নতুন নয়। এর আগেও নারী ঘটিত অনেক ইস্যুতে নিজের নাম জড়িয়েছেন এই অলরাউন্ডার।
আর কদিন থেকেতো নাসির-তামিমা ইস্যু ‘টক অফ দ্য কান্ট্রি’। অন্যের বউকে বিয়ে করার অভিযোগে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে নাসিরকে।
তবে এবার নিজের ভক্ত-অনুরাগীদের সুখবর শোনালেন তিনি। ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটার মাঝেও ফিটনেস ইস্যুতে উতড়ে গেলেন নাসির।
বুধবার মিরপুরে ফিটনেস টেস্ট দেন জাতীয় দলের হয়ে খেলা এ ক্রিকেটার। সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট দেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১।
বিষয়টি নিশ্চিত কর বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, ‘নাসির বুধবার সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’
মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।