বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজ অর্থায়নে নানা বাড়িতে মসজিদ নির্মাণ করে দিয়েছেন। মসজিদটি নির্মাণে প্রায় ৩০ লাখ টাকার মত খরচ হয়।
এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই বলতে উচ্ছুক না বলে জানান।
মসজিদ নির্মাণের বিষয়টি নিয়ে সাকিব বা তার পরিবারের কেউ মুখ খুলেননি। কারণ এই বিষয়টি নিয়ে তারা প্রচার করতে চান না।
মসজিদ নির্মাণে প্রায় ৩০ লাখ টাকার মত খরচ হয়। যার পুরোটাই দেশসেরা এই অলরাউন্ডার বহন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাকিব আল হাসানের জন্ম মাগুরা জেলায়। সেই মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় এই মসজিদ নির্মাণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে বসবে আইপিএলের ১৪তম আসর। এর আগে দলের অন্যতম বড় তারকা সাকিবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি পরিসংখ্যান দিয়ে তারা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে। সে বল হাতেও পারে। আবার তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তর সইছে না। ’