ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের একেবারেই সুবিধা করতে দেয়নি কিউই ব্যাটসম্যানেরা। বাংলাদেশের দেয়া লক্ষ্যে সহজেই হেসে খেলে উওরে যায় নিউজিল্যান্ড। ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে মাত্র ২১.২ ওভারেই ম্যাচ জিতে নেয়। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাটিং এ নামে বাংলাদেশ। কিন্তু দলীয় পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে আশার আলো হয়ে দাড়ানোর চেষ্টা করছিলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম। কিন্তু তাকে বেশিক্ষণ টিকে থাকতে দিলেন না নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম। এরপর একে একে বাংলাদেশ হারায় বাকি উইকেটও। এ যেন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।
টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ: ১৩১/১০, ৪১.৫ ওভার, (তামিম ১৩, লিটন ১৯, সৌম্য ০, মুশফিক ২৩, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৭, মিরাজ ১, মেহেদি হাসান ১৪, তাসকিন ১০, মাহমুদ ১ এবং মোস্তাফিজুর ১*); (বোল্ট ৮.৫-০-২৭-৪, হেনরি ৯-১-২৬-১, নিশাম ৮-১-২৭-২, স্যান্টনার ৮-০-২৩-২, কাইল জেমিসন ৮-১-২৫-০)
নিউজিল্যান্ড: ১৩২/২, ২১.২ ওভার, (মার্টিন গাপটিল ৩৮, হেনরি নিকোলাস ৪৯*, ডেভন কর্নওয়ে ২৭, উইল ইয়ং ১১*); (মুস্তাফিজ ৪-০-২৬-০, হাসান মাহমুদ ৪.২-০-৪৯-১, তাসকিন ৪-০-২৩-১, মেহেদি হাসান ৬-০-১৭-০, মিরাজ ২-০-৯-০, সৌম্য ১-০-৫-০)
ম্যান অব দ্য ম্যাচ : টেন্ট বোল্ট