আইপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে মাস্কো ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকাল দশটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত নিজ একাডেমিতে পা রাখেন দেশসেরা এই অলরাউন্ডার। এ সময় একাডেমির ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
সাকিবের গোটা সেশন তত্ত্বাবধান করছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ৯ এপ্রিল আসর শুরু হলেও সাকিবদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে।
২২ এপ্রিল সোমবার দিবাগত রাতে দেশে ফেরার পর একদিনের বিরতিতে গতকাল মিরপুরে প্রথম অনুশীলন করেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ক্রিকেট নিয়ে বিসিবির পরিকল্পনা আর কার্যক্রমের সমালোচনা করে বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।