খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গেছে। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের কাছে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে ৮টি বগি নিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পোড়াদহ জংশনে লাইন পরিবর্তনের সময় ট্রেনটির শেষের বগিটি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পোড়াদহ জংশন দিয়ে চলাচলকারী সকল ট্রেন বন্ধ আছে।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিফিল ট্রেন আসার পর উদ্ধার তৎপরতা শুরু হলেও ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।