বরগুনা জেলা সদর হাসপাতাল ও বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ধরণের চৌদ্দটি দোকান আগুনে পুড়ে ভস্মিত হয়েছে।
ঘটনাটি আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লন্ড্রী অথবা চায়ের দোকানের গ্যাস থেকে অগ্নিকান্ড ঘটেছে।
স্থানীয়রা জানান, দুপুর গড়িয়ে কিছুটা বিকেলের আভা পড়েছে, ঠিক তখনই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় চোখের পলকে দোগানগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখার তাপে সামনে থাকা একটি ডায়াগনস্টিক’র পানির ট্যাংকি, অ্যাম্বুস আয়না ও কয়েকটি অ্যাম্বুলেন্স এর প্রধান বাতি গলে গেছে।
আগুন লাগার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার কর্মীরা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও চৌদ্দটি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরগুনা পৌর মেয়র অ্যাড. মো. কামরুল আহসান মহারাজ ও ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুর রহমান সজীব। পরিদর্শণকালে সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সদস্য ও বিশিষ্ট্য শিল্পপতি মশিউর রহমান শিহাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু ও পৌর কাউন্সিলর মো. কবিরুর রহমান।