বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের সাবেকপাড়ায় আগুনে পুড়ে ৩টি পরিবার সর্বস্ব হারিয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে ঘুমিয়ে থাকা চার বছরের এক শিশু।
জানা গেছে, শনিবার দুপুরে গাবতলীর সাবেকপাড়া গ্রামের রফিকুল ইসলামে বাড়িতে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লেগে রফিকুল এবং তার দুই ছেলে হালিম ও করিমের ঘর, আসবাবপত্র ও সহায় সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হয়ে হালিমের ৪ বছরের শিশুপুত্র রাফি মারা গেছে।
স্থানীয়রা জানায়, দিনমজুরী করে খেটে খাওয়া হালিম প্রতিদিনের ন্যায় অন্যের বাড়িতে কাজ করতে যায়। তার স্ত্রী ৪ বছরের শিশু পুত্রকে ঘড়ে ঘুমিয়ে রেখে অন্যের বাড়িতে ঝি এর কাজ করতে যায়। গ্রামবাসী আগুনে লেলিহান শিখা টের পেয়ে হৈ-চৈ করে আগুন নেভানো চেষ্টা করে, ততক্ষণে ঘুমন্ত শিশু সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিজ দ্রুত ঘটনাস্থলে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় মৃত শিশুর পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।